Subscribe:

ব্রেকিং নিউজ! গ্রামীণফোনে সবার জন্য ফ্রি ইন্টারনেট! জেনে নিন কিভাবে ?


প্রান্তিক মানুষকে তথ্য প্রযুক্তির আওতায় নিয়ে আসতে এবার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে দেশের বৃহৎ মোবাইল কোম্পানি গ্রামীণফোন।
এখন যেসব গ্রাহক ইন্টারনেটের সঙ্গে যুক্ত হননি, তাদের জন্য ইজি নেট চালু করেছে প্রতিষ্ঠানটি।
গ্রামীণফোন বলছে, এর মাধ্যমে তারা গ্রামীণ ফোন ব্যবহারকারী গ্রাহকদের ইন্টারনেট ব্যবহার সম্পর্কে সচেতন করেব।
*৫০০০*৫৫# এই নম্বরে ডায়াল করে পাওয়া যাবে এই সেবা।
গত রোববার রাজধানীর একটি অভিজাত হোটেলে ইজি নেটের উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদের কাছে ইজি নেটের ধারণা
উপস্থাপন করেন গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান।
সংবাদ সম্মেলনে ইয়াসির আজমান বলেন, ইজি নেট ব্যবহার করে গ্রাহকরা বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে ইন্টারনেট
সম্পর্কে শিখতে পারবেন। একই সঙ্গে তারা নির্দিষ্ট কিছু ওয়েব সাইট বিনা খরচে ব্রাউজ করতে পারবেন। চাইলে কিনতে পারবেন যেকোন ধরনের প্যাকেজ।
সংবাদ সম্মেলরনে জানানো হয়, গ্রাহকরা তাদের ফোন থেকে নির্দিষ্ট নম্বরে ডায়াল করলে একটি ফিরতি এসএমএস এ একটি লিঙ্ক পাবেন।
সেই লিঙ্কে ক্লিক করলেই সহজে তিনি নির্ধারিত পেজ পেয়ে যাবেন।
আজমান বলেন, আমরা ২০১৭ সালের মধ্যে সবার কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে চাই। তারই অংশ হিসেবে যারা ইন্টারনেট
বুঝেন না, জানেন না, তাদেরকে ইন্টারনেট এর সুবিধা জানাতে চাই। এর মাধ্যমে গ্রামীণফোনের নতুন ইন্টারনেট ব্যবহারকারীও তৈরি হবে।
আগামী তিন মাস নতুন এই সেবা নিয়ে বিশেষ প্রচারণা চালাবে গ্রামীণফোন।বর্তমানে গ্রামীণ ফোন ব্যবহারকারীরা মাসে ২০০ এমবি ইন্টারনেট ব্যবহার করছে। ভবিষ্যতে এটি আরো বাড়বে।
এ সম্পর্কে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব শেঠি এক বার্তায় বলেন, গ্রামীণফোন সবার জন্য ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে।
ইজি নেট তারই প্রমাণ। আমরা জেনেছি, সচেতনার অভাবে অনেকে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। আমরা বিশ্বাস করি,
এক্ষেত্রে ইজি নেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0 comments:

Post a Comment