Subscribe:

কোটি টাকার সোনার জামার মালিকের কী পরিণতি হল জানেন?

বছর আগে কোটি টাকার জামা কিনে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। এবারেও শিরোনামে কিন্তু অন্য কারণে। জেনে নিন কী পরিণতি হল পুনের এই ব্যবসায়ীর…
২০১২ সালে তিনি সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন ১.২ কোটি টাকার সোনার জামা কিনে। পুনের পিম্পড়ি-চিঞ্চওয়াড় শিল্পাঞ্চলের বাসিন্দা ফুগে নিহত হলেন তাঁর ২২ বছরের ছেলের সামনে। গতকাল টাউনশিপের দিঘি অঞ্চলের একটি খোলা মাঠে তাঁকে আক্রমণ করেন ১২ জন আততায়ী। তারা সমবেত ভাবে ফুগে-কে আক্রমণ করে ধারালো অস্ত্র নিয়ে। পাশাপাশি তারা ফুগে-কে লক্ষ্য করে পাথরও ছোড়ে বলে জানা গিয়েছে।
ফুগে-কে একটি জন্মদিনের নিমন্ত্রণের কথা বলে সেখানে নিয়ে যাওয়া হয়। পরে একইভাবে নিমন্ত্রণ পেয়ে সেখানে পৌঁছন ফুগের ছেলে। এর পর তার চোখের সামনেই ফুগে-কে গুলি করে হত্যা করা হয় বলে জানা গিয়েছে।
মূলত মহাজনী এবং চিট ফান্ডের ব্যবসা করতেন ফুগে। তাঁর স্ত্রী পুনের মিউনিসিপ্যাল করপোরেশনের প্রাক্তন সদস্য। প্রাথমিক অনুসন্ধানের পরে পুলিশের ধারণা আর্থিক লেনদেনগত বিবাদের জেরেই এই খুন।

0 comments:

Post a Comment