Subscribe:

বাসর শেষে গোসল, অতঃপর মৃত্যু!


বিয়ের রাতেই আমির হোসেন হেজু (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদের তেরোবেকী এলাকার রহমতখালী খালে ডুবে মারা যান তিনি। নিহত আমির ওই এলাকার আবদুল মিয়ার ছেলে।
আমির হোসেনের চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে ২টা দিকে উপজেলার টুমচর গ্রামে বিয়ে করে স্ত্রী ঘরে তোলেন তিনি।
তার মৃগী রোগ ছিল। ফুলশয্যা রাতে বাড়ির পাশে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সে।
রাতে অনেক খোঁজাখুজি করেও সন্ধান পাওয়া যায়নি। সকালে তার লাশ ভাসতে দেখলে পরিবারের লোকজনসহ স্থানীয়রা তা উদ্ধার করে।

0 comments:

Post a Comment