Subscribe:

রুবিকে দেশে ফেরানোর উদ্যোগ পিবিআই’র… ।।


পিবিআই’র ডিআইজি বজন কুমার মজুমদার বলেন, ‘রুবির সাথে আমাদের যোগাযোগ এরিমধ্যে শুরু হয়েছে। তিনি যে ভিডিওটি আপলোড করেছেন, আমরা আইওকে বলে দিয়েছি যেনো আদালতের কাছে প্রার্থনা করবো এই ভিডিওটি নথিতে সংযুক্ত হয়। সে (রুবি) কিভাবে আসতে চায়। সে তো নিজে থেকে বলছে, সেই রুবি। সে যদি আসল রুবি হয় তাহলে ইন্টারপোল হোক, পুলিশ হেডকোয়ার্টার হোক বা মন্ত্রণায়, আমরা দেখবো কিভাবে তাকে আনা যায়।’
এছাড়া মামলার মূল অভিযুক্ত সামিরা ও ঐ সময়ে বাসার গৃহকর্মীসহ সবাইকে দেশে এনে জিজ্ঞাসাবাদেরও উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তিনি।
নায়ক সালমান শাহকে হত্যা করাও হতে পারে আবার তিনি আত্মহত্যাও করে থাকতে পারেন বলে নতুন তথ্য দিয়েছেন মামলার আসামি আলোচিত রুবি সুলতানা। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন আরেকটি ফেসবুকে লাইভে তিনি এ কথা বলেন।
এদিকে এ মামলার অন্যতম আসামি রুবি সুলতানার ভিডিও বার্তা প্রমাণ হিসেবে আদালতে মামলার নথিতে সংযুক্ত করার আবেদন করা হবে বলে জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর ডিআইজি। পরিবারের দাবি অনুযায়ী ও তদন্তের স্বার্থে প্রয়োজনে রুবিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হবে বলেও জানান তিনি।
থার্টিফাইভ মিলিমিটার রঙিন সিনেমার প্রয়াত নায়ক সালমান শাহ’এর মৃত্যু নিয়ে কয়েকদিন ধরেই সরগরম দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মূল ধারার গণমাধ্যমও। মূলত সালমান শাহ’ ব্যক্তিগত বিউটিশিয়ান রাবেয়া সুলতানা রুবির একটি ভিডিও বার্তাই বিষয়টি নতুন করে সামনে নিয়ে এসেছে।
যেখানে তিনি দাবি করেন, সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে।
প্রথম ভিডিও বার্তায় সালমানকে হত্যা করার কথা বললেও বুধবার সকালে আরেকটি ভিডিওতে সেখান থেকে অনেকটাই সরে আসেন আলোচিত রুবি। তবে ভিডিও বার্তায় তিনি দাবি করেন, সালমান-সামিরার দাম্পত্য জীবন সুখের ছিল না।
দ্বিতীয় রুবি বলেন, ‘ভিটিওটি পোস্ট করেছি ভাইরালের জন্য না। জাস্ট নিলা ভাবিকে (সালমানের মা) খরটা জানানো জন্য যে, এটা আত্মহত্যা নাও হতে পারে, এটা খুন হতে পারে। আমরা মুখ দিয়ে অন্য কথা বের হয়ে গেছে। যদি এফবিআই, সিআইডি নিয়ে আসেন, কথা বলবো। বাঙালির সাথে কথা বলবো না। বাঙালি যদি কথা বুঝতো তাহলে ২১ বছর এটা ঝুলে থাকতো না।’
সালমান শাহ এর মা নীলা চৌধুরীর দাবি, সালমানের মৃত্যুর পরপরই তার ঘরে যেসব আলামত পাওয়া গেছে তাতেই প্রমাণ হয় সালামান শাহকে হত্যা করা হয়েছে। পাশাপাশি চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্টরাও বলছেন, সালমানের জীবনে তখন এমন কিছুই ঘটেনি যাতে তাকে আত্মহত্যা করতে হবে।
সালমানের মা বলেন, ‘যেদিন মারা গেলো সেদিনও সে শুটিং করে গেছে। তার টেবিলের উপর আমি কন্টিনিউটি ড্রেসের ফটো পেয়েছি। তার ড্রেস পেয়েসি রেডি করা। এক জন মানুষ আত্মহত্যা করতে হলে ড্রেস রেডি করে, সব রেডি করে আত্ম হত্যা করবে না।’
চিত্র নায়িকা মুনমুন বলেন, ‘তখন তিনি বাংলাদেশের সেরা সুপারস্টার ছিলেন। তার ছবি মানেই সুপারহিট। মানুষ তো ফ্রাস্ট্রেশনে ভুগেই আত্মহত্যা করে। কিন্তু ওইরকম কোন পরিস্থিতি আমি দেখতে পাইনা। আত্মহত্যাটা হঠাৎ কেন হবে। এটাই সবার মনে প্রশ্ন।’
পরিবারের দাবি অনুযায়ী রুবিকে আমেরিকা থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পিবিআই। পাশাপাশি তার ভিডিও বার্তাটিও তদন্তের স্বার্থে মামলার নথিতে সংযুক্ত করার ব্যবস্থা নেয়া হবে বলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন।

0 comments:

Post a Comment