Subscribe:

তারকা হবার আগে যা করতেন তারা


আপনার পরিশ্রমই আপনাকে আরো অনুপ্রেরণা দেবে এগিয়ে যাবার জন্য৷ কারণ বেশিরভাগ সাফল্যের পেছনেই দেখা যায় দারিদ্র বা কষ্টের এক ইতিহাস৷ সেই ইতিহাসের জানতে বেশিদূর যেতে হবে না৷
বলিউডে চোখ জানা যাবে তা৷ অমিতাভ বচ্চন থেকে রজনীকান্ত, অক্ষয় কুমার থেকে জনি লিভার কে নেই তালিকায়৷
অভিনেতা হবার আগে অমিতাভ বচ্চন কলকাতার শিপিং কোম্পানিতে কাজ করতেন৷ কিন্তু ইন্ডাস্ট্রিতে আসার আগে তাকেও অনেক কষ্ট করতে হয়েছে৷ এমনকি কসমেটিক আইটেম বিক্রি করতে গিয়ে সেলসম্যানের কাজও করতে হয়েছে এ অভিনেতাকে৷
শাহরুখ খান বলিউড বাদশাহ বলা হয় তাকে। বিভিন্ন পার্টিতে সহায়ক হিসেবেও কাজ করতে হয়েছিল তাকে৷ গুঞ্জন আছে, জনপ্রিয় গজলশিল্পী পঙ্কজ উদাসের গানের আসরেও তিনি সহায়কের কাজ করেছিলেন যেখানে তার বেতন ছিল ৫০টাকা!
দাপুটে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি৷ ২০ বছরের দীর্ঘ পরিশ্রম আজ তাকে এ স্থান এনে দিয়েছে৷ স্ট্রাগল পিরিয়ডে তিনি কেমিস্টের কাজ করতেন৷ দিল্লিতে ওয়াচম্যানের কাজও করেছেন তিনি৷
জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা জনি লিভার ছবির জগতে আসার আগে রাস্তায় পেন বিক্রি করে দিনযাপন করতে হয়েছে তাকে৷
অক্ষয় কুমার ব্যাংককে হোটেলে কাজ করা থেকে শুরু করে কুন্দনের গয়না বিক্রি করার মতো কাজও করেছেন রুপালি দুনিয়ায় পা রাখার আগে৷
এভারগ্রিন অ্যাকটর দেব আনন্দ একসময় কেরানির কাজ করতেন!
কমেডি কিং কপিল শর্মাও এ পেশাতে পা রাখার আগে পিসিওতে কাজ করতেন।
দক্ষিণী ছবির সুপারস্টার রজনীকান্ত দীর্ঘদিন বাসের কনডাক্টরের কাজ করেছেন বেঙ্গালুরুতে৷
তথ্যসূত্র- কলকাতা 24×7

0 comments:

Post a Comment