Subscribe:

পুলিশের হাতে মারাত্মক সিসিটিভি ফুটেজ। বিক্রমের বিপদ বাড়বে! মিথ্যা বলে নিজেকে বাঁচাতে চাইছেন বিক্রম?


ভোরের কলকাতায় গাড়ি দুর্ঘটনা আর জনপ্রিয় মডেল সনিকা চৌহানের মৃত্যু এক সপ্তাহ পার হয়ে গিয়েছে। কিন্তু এখনও কিছু মিসিং লিঙ্কের জবাব পাচ্ছে না পুলিশ।

গত শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে প্রথমবার মুখ খুলে দুঃখ প্রকাশ করেছেন অভিশপ্ত ভোররাতের গাড়ির চালক অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। একই সঙ্গে কান্না ভেজা গলায় জানিয়েছেন, তিনি মদও খাননি, জোরে গাড়িও চালাননি।
কিন্তু সত্যি বলেছেন কি অভিনেতা বিক্রম? এমন প্রশ্ন পুলিশের কাছে কারণ, একটি সিসিটিভি ফুটেজ অন্য কথা বলছে। সেই রাতের পার্টির একটি ফুটেজ পুলিশের হাতে এসেছে যেখানে পানীয়ের গ্লাস হাতে দেখা গিয়েছে বিক্রমকে। তবে সেই গ্লাসে কী পানীয় ছিল, কতটা পান করেছিলেন বিক্রম সে উত্তর মেলেনি।
প্রাথমিক তদন্তে মাত্রাতিরিক্ত গতিকেই বিক্রম-সনিকার গাড়ি দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। টেলিভিশন ও বড় পর্দার জনপ্রিয় মুখ বিক্রমই সেদিন গাড়ি চালাচ্ছিলেন। তিনি নিজেও সেটা স্বীকার করেছেন। যদিও বিক্রমের পরিবার এবং বন্ধু সূত্রে দাবি করা হচ্ছে, গতি নয়, গাড়ি দুর্ঘটনার কারণ অন্য। গাড়ি নির্মাণকারী সংস্থাকেই দায়ী করা হয়েছে। কিন্তু গাড়িটি ধাক্কা যে মেরেছিল সেটা সত্যি। আর ধাক্কা মারার পিছনের কারণ কী? কেন নিয়ন্ত্রণ হারালেন চালক বিক্রম?
দুর্ঘটনার পরে বিক্রমের ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অঙ্কুশ একটি সংবাদ চ্যানেলের কাছে দাবি করেন, ভোরবেলা ফাঁকা রাস্তা দিয়ে যাওয়ার সময়ে একটি গলি থেকে আচমকা অন্য একটি গাড়ি বেরিয়ে এলে সংঘর্ষ এড়াতে গিয়েই গাড়ির নিয়ন্ত্রণ হারান বিক্রম। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি। অঙ্কুশকে এমন কথা জানান বিক্রমের বাবা।
কলকাতার রাসবিহারী রোডের যেখানে দুর্ঘটনা হয় সেখানকার প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে গাড়ি চালাতে গিয়েই বিপদ। পুলিশও প্রাথমিক তদন্তে তেমনটাই ইঙ্গিত পেয়েছে। কিন্তু এর বাইরেও কয়েকটি উত্তর খুঁজছে পুলিশ।
১। ২.১৫ মিনিট নাগাদ পার্টি থেকে বের হন বিক্রম ও সনিকা। দুর্ঘটনা হয় ৩.৩০ মিনিট নাগাদ। মাঝের সময়টা কোথায় ছিলেন তাঁরা?
২। দুর্ঘটনার পরে কারা দু’জনকে হাসপাতালে নিয়ে যায়?
৩। দুর্ঘটনার পরে পরেই কেন সনিকার বাড়ির লোকেদের খবর দেওয়া হয়নি?
৪। বিক্রম দুর্ঘটনার পরে প্রথম কাকে খবরটা জানান?
৫। সে দিনের পার্টিতে সনিকার বয়ফ্রেন্ড উপস্থিত থাকা সত্ত্বেও কেন বাড়ি পৌঁছতে নিয়ে যান বিক্রম?


0 comments:

Post a Comment