Subscribe:

সালমান-সামিরার দাম্পত্য কলহের জন্য দায়ী ছিল কে?


প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধারের পর ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন।
কিন্তু পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। তার মৃত্যু নিয়ে এই রহস্যের জট দুই দশক পেরিয়ে গেলেও আজ পর্যন্ত খোলেনি।
সালমান শাহের পরিবারের সন্দেহের তালিকায় রয়েছেন সালমান শাহের স্ত্রী সামিরা ও সামিরার বর্তমান স্বামী মোস্তাক ওয়াইজ। তিনি সালমান শাহের বাল্যবন্ধুও। সালমানের মৃত্যুর তিন বছর পর মোস্তাক ওয়াইজ বিয়ে করেন সামিরাকে। সালমান শাহের মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেননি সামিরা ও তার স্বামী মোস্তাক।
কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে, এই দম্পতি বর্তমানে থাইল্যাণ্ডে অবস্থান করছেন। কিন্তু থাইল্যান্ড নয়, সামিরা ও তার স্বামী বর্তমানে বাংলাদেশেই বাস করছেন। এ প্রতিবেদকের সঙ্গে সরাসরি কথা হয় মোস্তাক ওয়াইজের। এসময় তিনি জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে মন্তব্য করেন।
এ প্রসঙ্গে তিনি রূপালী আলোকে বলেন, ‘সালমান-সামিরার দাম্পত্য কলহের জন্য দায়ী শাবনূর।সালমান-সামিরার মধ্যে শাবনূর তৃতীয় ব্যক্তি। তিনিও একটি রোল প্লে করেছেন। বিভিন্ন সময় তাকে নিয়ে ঝগড়া করতেন সালমান-সামিরা।’
সামিরা-মোস্তাকের ঘরে দুই মেয়ে এক ছেলে রয়েছে। বর্তমানে তাদের নিয়ে সংসার করছেন তারা।

0 comments:

Post a Comment