Subscribe:

নিজের মেয়ের সঙ্গেও ! কিভাবে এটা করতে পারলেন শক্তি কাপুর


নিজের মেয়ের সঙ্গেও ! কিভাবে এটা করতে পারলেন শক্তি কাপুর – শ্রদ্ধা ফারহানের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিলই বলিউডে। কিন্তু সেই গুঞ্জন বরাবরই উড়িয়ে দিয়েছে দুজনে। বলি তারকাদের অনেকেরই বক্তব্য যে তারা সম্পর্কে ছিল বহুদিন ধরে। যথেষ্টই ক্লোজ ছিল দুজনের সম্পর্ক। রক অন ২ সিনেমার পর থেকেই তাদের সম্পর্ক আরও গাঢ় হয়েছিল বলেই অনেকের দাবি৷
একসঙ্গে ফ্ল্যাটেও থাকতেন দুজনে। কিন্তু সেই মাখো-মাখো সম্পর্কে বাধ সাধল স্বয়ং শ্রদ্ধার বাবা শক্তি কাপুর। সূত্রের খবর তার বাবা নাকি মেয়ে শ্রদ্ধাকে ফারহানের বাড়ির কাছ সরিয়ে নিয়ে এসেছে। প্রথম থেকেই ফারহানকে পছন্দ ছিল না শক্তি কাপুররের।


অনেক সমস্যার পরেও সম্পর্ক চালাচ্চিলেন দুজনে। কিন্তু শেষ রক্ষা হলনা! ব্যাপারটা শক্তি কাপুরের নজরে আসার পরই মেয়ের সঙ্গে এমন অমানবিক আচরণ করলেন তিনি। সরিয়ে দিলেন প্রেমিকের কাছ থেকে। বলিউডে গসিপ একেবারেই ব্যাপারটা মেনে নিতে পারেনি শ্রদ্ধা।

0 comments:

Post a Comment