Subscribe:

দ্বিতীয় বারের মত নিজের আইডিতে লাইভে এসে নিজের ক্ষোভ প্রকাশ করলেন আলোচিত রুবি


ঢাকাই চলচিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুরহস্য আবারো টক অব দ্য টাউন হয়ে উঠেছে। সোমবার এ নায়কের হত্যা মামলার অন্যতম আসামি রুবি একটি ভিডিও প্রকাশ করার পর আলোচনা নতুন মোড় নেয়। সালমান হত্যাকাণ্ডের জন্য সালমানের শ্বশুর বাড়ির লোকজন ও নিজের স্বামীকে দায়ী করেন রুবি। জানান, তিনিই সালমান হত্যার একমাত্র জীবিত প্রমাণ।
তবে নানা আলোচনা আর সমালোচনার মধ্য দিয়ে এদফায় একটি বেসরকারী টেলিভিশানে দেয়া সরাসরি সাক্ষাতকারে রুবির বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা গেছে। সালমান শাহ’র হত্যা রহস্য উদঘাটন নিয়ে অগনিত ভক্তদের প্রত্যাশা ছিলো সত্যিটি বেরিয়ে আসুক, সত্যিকারের অপরাধীর বিচার হোক । তবে আলোচিত রুবির বক্তব্য ও সাক্ষী কতটুকু ‘গ্রহনযোগ্য’অথবা সত্যতা আছে সেটিও নতুন করে ভাবাচ্ছে অনেককেই।
রাবেয়া সুলতানা রুবি সালমান শাহ ও তার পরিবারকে নিয়ে এবারই প্রথম নয় আগেও নানা ধরনের বিভ্রান্তিকর মিথ্যা কথা বলে বিভিন্ন সময় নানা ভিডিও বার্তা প্রকাশ করেছেন। শুধু তাই নয়, তিনি ফেসবুকে সালমান শাহ’র মৃত্যু নিয়ে নানা মিথ্যা কথাও প্রচার করছেন। সালমানের মা নীলা চৌধুরীকে কটাক্ষ করে অনেক কথা বলেছেন। সালমান শাহ আত্মহত্যা করেছেন এমন বক্তব্য পূর্বেও বলেছেন। কিন্তু সেদিনের প্রকাশিত ভিডিও আর আজকে একাত্তর জার্নালে দেয়া বক্তব্যে তার সুর পালটে গেল চমকে দেবার মত করেই !
এর আগে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমানের শ্বশুর সাবেক ক্রিকেটার শফিকুল হক হীরা জানান, রুবির বক্তব্য নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না। রুবিকে তিনি উম্মাদ আখ্যা দেন। পাশাপাশি বলেন, সালমানের মা নীলা চৌধুরী টাকা দিয়েছেন রুবিকে।
এর পরিপ্রেক্ষিতে রুবি মঙ্গলবার এক স্ট্যাটাসে হীরার উদ্দেশে কয়েকটি প্রশ্ন করেছেন। তিনি বলেন, ‘সামিরার (সালমানের স্ত্রী) পরিবারকে বলো আমি শরীর ও মনের দিক থেকে অনেক ভালো আছি। তারা কীভাবে প্রমাণ করবে যে আমি মানসিকভাবে অসুস্থ? সামিরার বাবা শফিকুল হক হীরা কী করে আমার সমন্ধে এত কিছু জানে?’
বুধবার সকাল ১১ টায় দ্বিতীয় দফায় নিজের আইডি থেকে ফেসবুকের লাইভে এসে সামিরা ও তার পরিবারকে ‘গালাগালি’ করে নিজের ক্ষোভ প্রকাশ করলেন আলোচিত এই রুবি ।
রুবির ফেসবুক থেকে দেখুন সেই ভিডিও

0 comments:

Post a Comment