Subscribe:

রিলেশন ব্রেকআপ হওয়ার পর যে ৭টি প্রভাব আপনার উপড় পড়বে? কি করবেন তখন? জেনে নিন!!



রিলেশনশিপ জিনিসটা অনেক পাওয়ারফুল একটা জিনিস। এটার ফলে আমাদের লাইফে অনেক প্রভাব পড়ে। আপনি হয়তো কাওকে অনেক বেশি বিশ্বাস করেন। বাট, কোনো এক সময়, কোনো এক কারনে সে আপনাকে অবহেলা করে চলে গেলো। এতে অনেক ক্ষেত্রেই মেয়েরা অনেক বেশি ভেঙ্গে পড়ে, এমনকি সে ছেলেটার প্রতি হিংসায় জ্বলে-পুড়ে যায়। আবার অনেকে বিষয়টাকে অনেক সিম্পলি নিলেও মনে মনে অনেক কস্ট পায়। একেক জনে একেক ধরনের ব্যবহার করলেও, সবাই কিন্তু কস্ট পায়। এটা তাদের অনেক পেইন দেয়। এরকম মূহুর্তে আপনি করবেন? আজকে আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো-
আপনাকে সিদ্ধান্ত নিতে হবে- এই সময় আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন। জীবনটা আপনার। সো, সিদ্ধান্তটাও আপনাকেই নিতে হবে। এক্ষেত্রে আপনার জন্য কয়েটি পথ খোলা রয়েছে। প্রথমত, আপনি কান্না শুরু করে দিতে পারেন, আর আল্লাহর কাছে এই বলে দোয়া করতে পারেন যে, হায় আল্লাহ, এইটা আমার কি ক্ষতি করলে তুমি ? আর ছেলেটির জন্য অমংগল কামনা করতে পারেন। দ্বিতীয়ত, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারেন এই বলে যে, তোমার অনেক রহমত আল্লাহ। তুমি এমন এক ছেলেকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছো, যে কিনা আমাকে একটুও ভালোবাসে না।
ধুরে কোথাও ঘুরতে চলে যান- সম্প্রতি যদি কারো সাথে আপনার ব্রেক-আপ হয়ে থাকে তাহলে আপনার মুডটাকে ফ্রেশ করার জন্য এই কাজটা করতে পারেন। এতে আপনার মন শুধু ভালো হবেনা, বরং আপনার মাথায় ঘুরতে থাকা ভুত-পেত গুলাও বের হয়ে। এতে মানসিকভাবে আপনি অনেক বেশি শক্ত হয়ে যাবেন।
সৃষ্টিকর্তার উপড় ভরসা রাখুন- একটা কথা মনে রাখবেন, আমরা যা কিছু করি, যা কিছু হয় আমাদের সাথে তার সবই আমাদের সৃষ্টিকর্তা জানেন এবং উনার ইচ্ছাতেই সবকিছু হয়। আপনার সাথে খারাপ কিছু হলেই এতোসহজে ভেঙ্গে পরার কোনো মানে নেই। ধৈর্য ধরুন, আর আল্লাহকে স্মরন করুন। কারন সবাই আপনাকে হতাশ করলেও একজন করবে না। উনি হলেন, আমাদের সৃষ্টিকর্তা।
সাহস রাখুন- আপনার সাহসীকতায় আপনাকে টিকেয়ে রাখবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটা একটা পরিক্ষা মাত্র। আর আপনি কি সাহসীকতাকে চ্যালেঞ্জ জানাতে ভয় পাইতেছেন? এইটুকু সাহস না থাকলে আপনার জীবনের কোনো মূল্যই নাই। কেও অকারনে আপনাকে কিছু করে চলে যাবে আর আপনি চুপ করে বসে থাকবেন? এটা হতে পারেনা।
আপনার ভালোবাসাকে টিকিয়ে রাখুন

0 comments:

Post a Comment