আজকাল ছোট পর্দার তারকারাও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসছেন। ছোট পর্দার জনপ্রিয় তারকা তারিন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গতকাল শনিবার রাতে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন—
’একদিন আমিও পৃথিবী ছেড়ে চলে যাব, ফিরব না আর। তুমি কাঁদবে। যখন একা থাকবে, আমার কথা মনে হবে। আমার হাসি আর কণ্ঠ শুনতে পাবে না আর। আমি আর থাকব না তোমাকে জ্বালাতন করতে, খোঁচাতে,
হাসাতে কিংবা বোকার মত ’স্যরি’ বলার জন্য। হয়তো চোখের জলের ভেসে যাবে। কিন্তু আমি তো চলে যাব, বহুদূরে এবং চিরতরে।
0 comments:
Post a Comment